ভারতে ভূমিকম্পে ১৭ জনের মৃত্যু

প্রকাশঃ মে ১৩, ২০১৫ সময়ঃ ৮:১৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

earthভারতে ভূমিকম্পে প্রাথমিকভাবে ১৭  জনের  মৃত্যুর খবর পাওয়া গেছে। যদিও হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্প আঘাত হানার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটার বার্তায় জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।

সেইসঙ্গে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেন তিনি।

গতকাল দুপুরে ভারতের বিহার, পশ্চিমবঙ্গ, দিল্লি এবং উত্তর প্রদেশে প্রায় ২০ সেকেন্ড স্থায়ী হয় ভূমিকম্প।

এ সময় আতঙ্কিত লোকজন ঘর-বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে।

এদিক- সেদিক ছুটাছুটি করতে দেখা যায় ভীত মানুষজনকে।

বিহারের একটি স্কুল থেকে হুড়োহুড়ি করে বের হওয়ার সময় আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী।

ভূমিকম্পের পর সাময়িকভাবে বন্ধ রাখা হয় দিল্লির মেট্রোরেল যোগাযোগ।

সূত্র: রেডিও তেহরান

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G