ইনটেলের ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট
প্রতিক্ষণ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত সিইএস ২০১৭-তে নতুন ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট এনেছে চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ইনটেল। এই হেডসেট ভিডিও গেমের জন্য উপযোগী বলে মনে করা হচ্ছে।
বিল্ট-ইন কম্পিউটার আর ব্যাটারি থাকায় হেডসেটটি পৃথক কোনো কম্পিউটার বা পাওয়ার সোর্স ছাড়াই কাজ করবে। এটি ব্যবহার করে দুজন গেমার বসার ঘরের ভার্চুয়াল প্রতিরূপ তৈরি করে আসবাবপত্র স্ক্যান করতে পারবেন।
ইনটেল-এর ভাষায় এটি ‘মার্জড রিয়ালিটি’। ডেমোতে দেখা যায় এর মাধ্যমে বইয়ের শেলফ বা তাক আর কফি টেবিল ডিজিটালভাবে প্রতিস্থাপন করে একই আকারের আধুনিক মহাকাশযানের পরিবেশ তৈরি করে ফেলা যায়।
সিইএস টেক শো-তে প্রতিষ্ঠানটি তাদের সদ্য প্রস্তুতকৃত ‘প্রোজেক্ট অ্যালয়’ নামের হেডসেটের কারিগরি গুণাগুণ প্রদর্শন করে।
সংস্থার প্রধান ব্রায়ান ক্রাজানিচ জানিয়েছেন, ২০১৭ সালের শেষের দিকে এই টেকনোলজি লাইসেন্সের ব্যবস্থা করার পরিকল্পনা গ্রহণ করেছে ইনটেল। তবে অনেকে মনে করছেন ভিআর-এর জন্য বাজার দখল করা কঠিন হবে।
উল্লেখ্য, ২০১৬ সালের অগাস্ট মাসে প্রথমবারের মতো উন্মোচন করা হয় প্রজেক্ট অ্যালয়।
প্রতিক্ষণ/এডি/এস.টি