নিঃসঙ্গতা কাটাবে ভার্চুয়াল স্ত্রী হিকারি

প্রকাশঃ জানুয়ারি ৩, ২০১৭ সময়ঃ ৮:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

wife-02জাপানে তরুণ প্রজন্মের মধ্যে সামাজিক বিচ্ছিন্নতা ও একাকীত্ব নেতিবাচক প্রভাব ফেলছে দীর্ঘদিন ধরে। ফলে তরুণদের মধ্যে আশঙ্কাজনকহারে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। আর তাই, একাকীত্ব দূরীকরণে ডিজিটাল প্রযুক্তি দিয়ে ‘কৃত্রিম স্ত্রী’ তৈরি করেছে ভিনক্লু নামে দেশটির একটি প্রযুক্তি কোম্পনি।

এই ভার্চুয়াল স্ত্রীর নাম রাখা হয়েছে হিকারি। একে যে যন্ত্রের ভেতরে দেখা যাবে, প্রতিষ্ঠানটি তার নাম দিয়েছে গেটবক্স। এটি একটি স্বচ্ছ টিউবের মতো। এই টিউবটিতে কম্পিউটার এনিমেটেড একটি অবতার থাকবে, wife-01যা ভার্চুয়াল চরিত্র হিকারিকে পরিচালিত করবে।

স্বামীকে ঘুম থেকে জাগিয়ে ‘গুড মর্নিং’ বলে স্বাগত জানানো, আবহাওয়ার আপডেট, স্মার্ট হোম ডিভাইসের মতো ঘরের বাতি জ্বালানো ও নেভানো, স্বামীকে অফিস যাওয়ার সময় বিদায় জানানোসহ দৈনন্দিন বিভিন্ন কাজ করে থাকবে ভার্চুয়াল স্ত্রী হিকারী।
শুধু তাই নয়, স্বামীর কফি পানের সময়, হলোগ্রাফিক পর্দায় কফি খেতে দেখা যাবে স্ত্রী হিকারীকেও।

২০১৭ সালের শেষ দিকে ভার্চুয়াল স্ত্রী হিকারিকে বাজারে পাওয়া যাবে । বিবিসি জানিয়েছে, এর দাম পড়বে ২ হাজার ৭শ’ মার্কিন ডলার।

তবে হিকারিকে নিয়ে এখন থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জনমনে। অনেকে বলছেন, হিকারি একাকীত্ব ও বিষণ্ণতা কাটাতে সহায়ক হবে। আবার অনেকেই বলছেন, এটি তরুণদের অসামাজিক করে তুলবে।

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G