ভুল উত্তর পত্রে ৩৮ জনের পরীক্ষা

প্রকাশঃ নভেম্বর ২৭, ২০১৫ সময়ঃ ৪:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৭ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি

bagerhatবাগেরহাটের মোরেলগঞ্জে ইবতেদায়ী সমাপনি পরীক্ষার উত্তর পত্রে পরীক্ষা দিয়েছেন প্রাথমিক শিক্ষা সমাপনীর ৩৮জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার মোরেলগঞ্জের সেরেস্তাদারবাড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরীক্ষাটি ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ছিলো।

পরীক্ষা শেষের দিকে বিষয়টি ধরা পড়ে পরীক্ষার্থীদের হাতে। এরপর বিষয়টি গড়ায় কক্ষ পরিদর্শক, কেন্দ্র সচিব, ট্যাগ অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পর্যন্ত। ততক্ষনে ৩৮জন পরীক্ষার্থী পুরো উত্তরপত্র পূরণ করে ফেলেছেন। পরে ঐ উত্তর পত্রগুলোর উপরে কর্মকর্তারা হাতে লিখে ঘটনার সমাধান করেন। বিষয়টি অনেকে গোপন করার চেষ্টাও করেছেন।

এ বিষয়ে কেন্দ্র সচিব প্রধান শিক্ষক আবুল বাসার বলেন, এটা তেমন কিছুই না। মাত্র ২/৩ জন পরীক্ষার্থীর উত্তর পত্র পাল্টে গিয়েছিলো তা আবার ঠিক করা হয়েছে। সংশ্লিষ্ট ট্যাগ অফিসার প্রাণি সম্পদ কর্মকর্তা পিযুষ কান্তি ঘোষ বলেন, ভুলে ইবতেদায়ীর উত্তরপত্র সরবরাহ করা হয়েছিলো পরে ঠিক করা হয়েছে। তবে বিষয়টি জানাজানি হওয়ার পরে ঐ ৩৮জন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকগন ফলাফল নিয়ে শংকিত হয়ে পড়েছেন। উত্তরপত্র সরবরাহকারী ও কক্ষ পরিদর্শকদের অদক্ষতার কারনে ঐ পরীক্ষার্থীদের রেজাল্ট খারাপ বা স্থগিত হয়ে যেতে পারে বলেও সন্দেহ করছেন অভিভাবকরা।

উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বশিরুল আলমের ফোন বন্ধ পাওয়া গেছে।
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G