ভোলায় সংঘর্ষে নিহত এক

প্রকাশঃ মার্চ ৯, ২০১৫ সময়ঃ ২:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

songersoএলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোলার তজুমদ্দিন উপজেলায় মৎস্যজীবীদের বিবদমান দু’পক্ষের সংঘর্ষে আব্দুল মান্নান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

সোমবার (০৯ মার্চ) দুপুর ১২টার দিকে চৌমহনী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নানের বাড়ি একই উপজেলার দেওয়ানপুর এলাকায়।

আহত ব্যক্তিদের মধ্যে মো. উল্লাহ (৫৫), শফিক (২৩), নুরুন্নবী (২৫) ও সালেহার (৩০) নাম জানা গেছে। তারা তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, চৌমুহনী এলাকার মৎস্যজীবী নুরে আলম ও শফিকের মধ্যে স্থানীয় মৎস্যঘাটে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে সোমবার দুপুরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আব্দুল মান্নানসহ উভয়পক্ষের ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ভোলার সহকারী পুলিশ সুপার (এএসপি) রামানন্দ সরকার  জানান, ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

প্রতিক্ষণ/এডি/রেজা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G