মওকার জবাবে ভারতের ১২শ ওয়েবসাইট হ্যাকড !
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
ছিল রুমাল, হয়ে গেল বিড়াল ! ভারতের একটি সোশ্যাল মিডিয়ায় পেজ লাইকের সংখ্যা ছিল ২০ লক্ষ।
যা ঘণ্টায় ২ হাজার করে কমতে কমতে দাঁড়িয়েছে প্রায় ১৬ হাজারের কাছাকাছিতে।
এটা সম্ভব হলো কী করে! মাথায় হাত পড়েছে আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে ভারতের শেয়ার বাজারের সাইটগুলিতে।
সূত্রের খবর, ভারতের ‘মওকা মওকা’ শিরোনামের ভিডিও-র প্রতিবাদ জানাতে এই অভিনব পথ অবলম্বন করেছে বাংলাদেশি হ্যাকাররা।
এখনও পর্যন্ত তারা ১২০০-র বেশি ভারতীয় ওয়েবসাইট হ্যাক করেছে। রাইজ অফ দ্য টাইগারস নামে একটি ফেসবুক পেজ খুলেছে হ্যাকাররা। বাংলাদেশের নানা হ্যাকিং গ্রুপ সম্মিলিতভাবে এই কাজ করে চলেছে।
ওয়েবসাইট হ্যাক করার ফলে ভারতের শেয়ার বাজারের সাইট প্রায় ২০ মিনিট ডাউন হয়ে ছিলো।
বাংলাদেশের ক্রিকেট দলের সামর্থ্য নিয়ে ভারতের বিভিন্ন হেয় ও নেতিবাচক মনোভাবের প্রতিবাদে সোমবার দিবাগত রাত ২ টার দিকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অফিসিয়াল ওয়েবসাইট (http://dhoniworld.com/biography.php) হ্যাক করে সাইবার ৭১।
শুধু তাই নয়, বাংলাদেশ ক্রিকেট দলকে অবমাননা করার অপচেষ্টার প্রতিবাদে আইপিএলে পেপসির প্রধান পৃষ্ঠপোষক ক্রিকেট টিম নেস ওয়াদিয়া এবং প্রীতি জিনতার ‘কিংস ইলেভেন পাঞ্জাব’ এর ওয়েবসাইটটিও হ্যাক করে সাইবার ৭১।
এছাড়া আরও বিগ স্কেলে অ্যাটাকের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশি এই হ্যাকাররা।
বর্তমানে তারা আরও কয়েকটি ওয়েবসাইট ডাউন এর লক্ষ্যে কাজ করছে। এই সাইবার যুদ্ধে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স ছাড়াও আরও বেশ কয়েকটি বাংলাদেশি হ্যাকার্স গ্রুপ কাজ করছে।
দাবি করা হয় বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, বাংলাদেশ সাইবার আর্মি, বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস, এক্সপায়ার সাইবার আর্মি, স্ক্রিপ্ট কিড্ডি, সাইবার সোর্ড, সাইবার কমান্ডোজ নামে বাংলাদেশের কিছু হ্যাকিং গ্রুপ সম্মিলিতভাবে হ্যাশওপিইন্ডিয়া স্লোগানে এই হ্যাকিং চালাচ্ছেন। দেশের স্বার্থে এক সাথে কাজ করবেন বলেও জানিয়েছেন তারা।
ভারতীয় ওয়েবসাইটগুলো হ্যাক করে তারা তাদের নিজস্ব বার্তা প্রচার করছে। তাদের ক্ষুদে বার্তাটি হল: Indians, The Supreme Arrogant Nation You Taught The World How To Criticizes Others In An Abominable Way.
It Is Strictly Suggested To Watch Your History Before Making Any Words Against Bangladesh Cricket. You May Manipulate The Mass Media To Downsize Tigers.
But, We Can Manipulate Your Cyber Space As Like Child Toy Remember What We Did In 2012 & Again This Time.
Remember, We Never Forget, We Never Forgive, We Never Give Up Expect us! Rising Of the Tigers A group of Bangladeshi Hackers
হ্যাকার্স গ্রুপগুলোর দাবি, যতক্ষণ পর্যন্ত তারা তাদের কৃতকর্মের জন্য ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত সাইবার যোদ্ধারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে।
তবে শুরুটা করেছে কিন্তু ভারতের কিছু তরুণরাই। কিছুদিন আগে তারা একটি সফ্ট ড্রিঙ্কস সংস্থার বিজ্ঞাপনের আদলে বাংলাদেশকে কটাক্ষ করে ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। তারই পাল্টা জবাব দিচ্ছে টাইগারসদের মতো বেশ কিছু হ্যাকাররা। ইতিমধ্যে এক মওকা মওকা-র প্রতিবাদে বাংলাদেশে তৈরি হয়েছে একাধিক ভিডিও।
উল্লেখ্য, এর আগেও সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে ২০১২ সালে ২০ হাজার ভারতীয় ওয়েবসাইট হ্যাক করেছিলো বাংলাদেশি হ্যাকাররা।
প্রতিক্ষণ/এডি/আরেফিন