মওদুদের মামলার শুনানি পেছাল
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আজ মঙ্গলবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ইসরাইল হোসেনের আদালতে এ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল।
কিন্তু মওদুদ আহমদ আজ আদালতে হাজির হয়ে আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদের মাধ্যমে অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। পরে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২৫ আগস্ট অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন। ২০০৭ সালের ৩ জুলাই মওদুদকে তাঁর নিজের, স্ত্রীর ও পোষ্যদের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ ও তাঁর উৎস জানাতে নির্দেশ দেয় দুর্নীতি দমন কমিশন। ওই বছরের ২৩ জুলাই কারাগার থেকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করেন মওদুদ।
মামলায় অভিযোগ করা হয়, সম্পদের হিসাব বিবরণীতে মওদুদ জ্ঞাত আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এমন সাত কোটি ৩৮ লাখ ৬৪ হাজার ২৮৭ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন এবং চার কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এমন অভিযোগ এনে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক শরিফুল হক সিদ্দিকী বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় মওদুদ আহমদের বিরুদ্ধে এ মামলা করেন।
প্রতিক্ষণ/এডি/জহির