মনোনয়ন নিশ্চিত করলেন হিলারি

প্রকাশঃ জুন ৭, ২০১৬ সময়ঃ ১২:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

c7bc56f2e748ed517723a18e6f1ab353-56f3fae495e47 (1)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন হিলারি ক্লিনটন। প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেট ভোট জয় করার মাধ্যমে এ যোগ্যতা অর্জন করেন তিনি। একটি প্রভাবশালী সংবাদ সংস্থার বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, বিবিসি।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারির একদিন আগে সোমবার খবরটি জানিয়েছে ওই সংবাদ সংস্থা। এসব অঙ্গরাজ্যের মধ্যে নিউ জার্সি ও ক্যালিফোর্নিয়ার মতো জনবহুল অঙ্গরাজ্যও রয়েছে।

বিবিসি জানিয়েছে, ওই বার্তা সংস্থাটির হিসাবে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় দুই হাজার ৩৮৩টি ডেলিগেট ভোট জিতে নিয়েছেন হিলারি। এতে হিলারি দলটির প্রেসিডেন্ট প্রার্থী হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

এটি হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের প্রধান কোনো রাজনৈতিক দলের প্রথম নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী। এ পর্যন্ত আসতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র যুক্তরাষ্ট্রের ২২৭ বছর লাগলো।

১৭৮৯ সালে নতুন স্বাধীন রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হন জর্জ ওয়াশিংটন। তারপর থেকে এ পর্যন্ত দেশটি ৪৪ জন প্রেসিডেন্ট পেয়েছে, তাদের সবাই পুরুষ। এই ৪৪ জনের মধ্যে ৪৩ জনই ছিলেন শ্বেতকায়, একমাত্র কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা।

প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারলেই হিলারি ‍ইতিহাস সৃষ্টি করে ফেলবেন, যা তিনি ইতোমধ্যেই করে ফেলেছেন বলে ধারণা করা হচ্ছে; আর নির্বাচিত হতে পারলে তার দল যুক্তরাষ্ট্রের ইতিহাসে পর পর দুইবার দুই নতুন নজির সৃষ্টি করবে-প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের পর প্রথম নারী প্রেসিডেন্টও উপহার দিবে।

জানা গেছে, পুয়ের্তো রিকোতে বড় জয় পাওয়ার মাধ্যমে এবং শেষ মূহুর্তে সুপারডেলিগেটদের সমর্থনের ‘জোয়ার’ বয়ে যাওয়ায় কাঙ্খিত জয় পেয়ে যান হিলারি।

খবরটি প্রকাশ হওয়ার কিছুক্ষণ পর ক্যালিফোর্নিয়ায় লং বিচে এক নির্বাচনী সমাবেশে হিলারি বলেন, “খবর অনুযায়ী আমরা এক ঐতিহাসিক, ঐতিহাসিক, নজিরবিহীন মূহুর্তের প্রান্তে আছি। কিন্তু এখনো আমাদের অনেক কিছু করার আছে, তাই না? আগামীকাল ছয়টি নির্বাচন আছে আমাদের সামনে, আর সেখানে আমরা প্রত্যেকটি ভোটের জন্য কঠিন লড়াই করতে যাচ্ছি, বিশেষ করে এই ক্যালিফোর্নিয়ায়।”

প্রাইমারি ও ককাসগুলোর মাধ্যমে হিলারি এক হাজার ৮১২ জন প্রতিশ্রুত ডেলিগেটের ভোট জয় করেছেন, আর ৫৭১ জন সুপারডেলিগেট তার পক্ষে সমর্থন জানিয়েছেন বলে ওই খবরে জানানো হয়েছে।

তবে হিলারির প্রতিদ্বন্দ্বী বের্নি স্যান্ডার্স হিলারি জয়ী হননি বলে দাবি করেছেন। তার যুক্তি, হিলারির এই জয়ের দাবি সুপারডেলিগেট নির্ভর, কিন্তু জুলাইয়ে পার্টির সম্মেলনের আগে এসব সুপারডেলিগেটরা ভোট দিতে পারবেন না, তাই ওই সম্মেলন না হওয়া পর্যন্ত হিলারিকে বিজয়ী বলা যাবে না।

এক বিবৃতিতে স্যান্ডার্স শিবির বলেছে, “সম্মেলন পর্যন্ত আমাদের কাজ হবে সুপারডেলিগেটদের এটা বোঝানো যে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বের্নিই হবেন সবচেয়ে শক্তিশালী প্রার্থী।”

প্রধানত দলীয় নেতৃবৃন্দ, নির্বাচিত সিনেটর, কংগ্রেস সদস্য ও গভর্নরাই দলের সুপারডেলিগেট হিসেবে বিবেচিত হন।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G