মনোনয়ন পত্র দাখিল করলেন মনজুর আলম

প্রকাশঃ মার্চ ২৯, ২০১৫ সময়ঃ ১০:২৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো, প্রতিক্ষণ ডট কম.

 monjur_ma_483131314আসন্ন চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন এম মনজুর আলম। বিএনপির কেন্দ্রীয় সহ সভাপতি আবদুল্লাহ আল নোমান, নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে রোববার সকাল ৮টা ৫৫ মিনিটে নগরীর লাভ লেইনে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মো.আব্দুল বাতেনের কার্যালয়ে পৌঁছান এম মনজুর আলম।

এসময় মনজুরকে সমর্থন দানকারী নাগরিক সংগঠন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের নেতারাও ছিলেন।

বিএনপিসহ ২০ দলীয় জোট নেতাদের সঙ্গে নিয়ে মনজুর যান তিনতলায় রিটার্নিং অফিসারের কক্ষে। মনজুর রিটার্নিং অফিসারের হাতে মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় আবদুল্লাহ আল নোমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা এস এম ফজলুল হক ও মাহবুবুল হক শামীম, চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সদস্য সচিব অ্যাডভোকেট এস ইউ নূরুল ইসলাম, এম মনজুর আলমের সন্তান সরওয়ার আলমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন পত্র দাখিল করে এম মনজুর আলম নেতাদের নিয়ে রিটার্ণিং অফিসারের কার্যালয় ত্যাগ করেন। তফসিল অনুযায়ী গত ১৯ মার্চ থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ শুরু হয়। মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ১৮ জন।

তবে আলোচিত প্রার্থী হিসেবে আছেন মেয়র পদ থেকে সদ্যবিদায়ী এম মনজুর আলম এবং আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিন। রোববার (২৯ মার্চ) মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিলের শেষদিন।

এজন্য রিটার্ণিং অফিসারের কার্যালেয়ে সকাল থেকেই মনোনয়ন পত্র দাখিল করতে প্রার্থী ও তাদের সমর্থকদের ভিড় শুরু হয়েছে।

প্রতিক্ষণ/এডি/মন্ডল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G