মসজিদে ভোট চাইলেন আনিসুল হক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আশকোনা হজ্ব ক্যাম্পে ইমাম ও শিক্ষকদের কাছে ভোট চাইলেন মেয়র প্রার্থী আনিসুল হক।
বৃহস্পতিবার ইমাম ও শিক্ষকদের এক সভায় আনিসুল হককে ভোট প্রদান এমনকি আগামীকাল জুমার নামাজের পর সমজিদে মসজিদে প্রচারণারও আহবান জানানো হয়।
সকাল নয়টার দিকে উক্ত সভায় উপস্থিত হন মেয়রপ্রার্থী আনিসুল হক।
সভা বিরতির সময় আনিসুল হকের পক্ষ থেকে খাবারও বিলি করা হয়েছে বলে মাইকে ঘোষণা দেওয়া হয়।
এসময় আনিসুল হকের নির্বাচনী প্রচার কমিটির সমন্বয়কারী ইমাম ও শিক্ষকদের বলেন, আনিসুল হক সজ্জন ব্যক্তি, ভালো মানুষ।
উনি মেয়র হলে রাতারাতি ঢাকা শহর বদলে যাবে, আমরা সেটা বলি না। কিন্তু ঢাকা শহরের অস্থিরতা থাকবে না।
পাশাপাশি আনিসুল হককে তাঁর টেবিল ঘড়ি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার অনুরোধ জানান তিনি।
সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী বা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি মসজিদ, মন্দির, গির্জা বা অন্য কোনো ধর্মীয় উপাসনালয়ে কোনো প্রকার নির্বাচনী প্রচার চালানো নিষেধ।
এ প্রসঙ্গে জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের মাঠ তত্ত্বাবধায়ক মো. একরামুল হক মেয়রের পক্ষ থেকে খাবার দেওয়ার কথা অস্বীকার করেন।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটারদের মাঝে কোনো ধরনের খাদ্য ও পানীয় পরিবেশন করা নিষেধ।
প্রতিক্ষণ/এডি/নুর