মহিউদ্দীন জুয়েলের ছড়া ‘নিরবে’

প্রথম প্রকাশঃ নভেম্বর ১৮, ২০১৬ সময়ঃ ১:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৩ অপরাহ্ণ

মহিউদ্দিন জুয়েল:


mohiuddin

                                                                                                   

 

 ঘুম থেকে

উঠি রোজ

পাখি ডাকা সকালে 

সারাদিন

হবে কাজ 

আছে লেখা কপালে।

বাস ধরে

অফিসে 

গুটি শুটি দুটি পায়

কখন যে

হল রাত

প্রতিদিনই বেলা যায়।

নিরবেই 

করি কাজ 

চুপিচুপি একাকী

বলে মন

আছি বেশ

প্রতিবেশী জোনাকী।

বলিউড

ঢালিউড

প্রেমে ডুবু কারিনা 

সিনেমার 

রোমিও

হতে আমি পারি না।

খবরের আড়ালে 

লুকোচুরি মেঘ রোদে

সানন্দা

ফাটালো

খোলামেলা প্রচ্ছদে।

নিরবেই

করি কাজ 

জানি না তো একাকী

বলে মন

আছি বেশ 

প্রতিবেশী জোনাকী।

হাসিনা

খালেদা

চলে গেল কোন জোটে?

হিলারীর

চোখে জল

পরাজিত ট্র্যাম্প ভোটে।

জনতার

টাকা লুট 

চারিদিকে শুনি আজ 

শেয়ারের 

ব্যবসাতে

দিনে দুপুর পড়ে বাজ। 

নিরবেই

করি কাজ 

চুপিচুপি একাকী 

বলে মন 

আছি বেশ 

প্রতিবেশী জোনাকী। 

আমি তো 

সাধারণ 

সাদা মনে খুঁজি গুণ

জোছনাতে  ভেসে যাই

পড়ি নির্মলেন্দু গুণ।

অযথাই

পাছে লোক

কেনো জানি ছুঁড়ে ঢিল 

সুখে থাক

পৃথিবীর 

উড়ে যাওয়া শঙ্খ চিল।

নিরবেই 

করি কাজ

করে যাবো একাকী 

বলে মন 

আছি বেশ 

প্রতিবেশী জোনাকী। 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G