মা-বাবা ও খালা আটক

প্রকাশঃ মার্চ ২, ২০১৬ সময়ঃ ১২:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

rampuraরাজধানীর রামপুরার বনশ্রীতে নিহত দুই ভাই-বোনের মা, বাবা ও খালাকে জিজ্ঞাসাবাদের জন্য জামালপুর থেকে আটক করে ঢাকায় আনা হচ্ছে।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে জামালপুর শহরের নতুন হাইস্কুল মোড় এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-৩।

তারা হলেন বাবা আমানুল্লাহ, মা জেসমিন এবং খালা মিলি। মঙ্গলবার রাতে দুই সন্তানের দাফন শেষে তাদের একদফা জিজ্ঞাসাবাদ করে স্থানীয় র‌্যাব ও পুলিশ সদস্যরা। আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য তাদের ঢাকায় আনা হচ্ছে। ঢাকায় আনার পর তাদের নিয়ে যাওয়া হবে র‌্যাব-৩ এর কার্যালয়ে।    

ঢাকার র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার সরোয়ার আরম জানান, আমাদের একটি টিম জামালপুর গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। আরো জিজ্ঞাসাবাদের জন্য তাদের ঢাকার র‌্যাব-৩-এ আনা হচ্ছে।

উল্লেখ্য, অরণী ও আলভীর বাবা আমান উল্লাহ এবং মা মাহফুজা মালেক জেসমিনসহ চারজন রবিবার রাতে একটি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করে। সেখানে কিছু খাবার অবশিষ্ট হলে তা প্যাকেটে করে বাসায় নিয়ে আসে। অবশিষ্ট সেই খাবার দুই ভাই-বোন সোমবার দুপুরে খায়। এর কিছুক্ষণ পরই তারা ঘুমিয়ে পরে।

সন্ধ্যা হয়ে গেলেও তাদের কোনো সাড়াশব্দ না পেলে ঘরে গিয়ে দেখা যায় তারা দু’জনই ঘুমিয়ে আছে। অনেক ডাকাডাকি করেও তাদের ঘুম ভাঙাতে না পেরে আশেপাশের লোকজনকে ডাকেন। প্রতিবেশীরা এসে দু’জনকে প্রথমে স্থানীয় একটি মেডিকেলে নিয়ে যায়। অবস্থার উন্নতি না হলে রাত ৮টার দিকে তাদের ঢামেকে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G