মা হয়েছেন টিউলিপ!
প্রতিক্ষণ ডেস্ক
টিউলিপ সিদ্দিক বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার মেয়ে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিক কন্যা সন্তানের মা হয়েছেন। শনিবার লন্ডনের রয়্যাল ফ্রি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন টিউলিপ। এক টুইট বার্তায় টিউলিপ নিজে এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সময় সকাল ১০টার দিকে টিউলিপ লিখেছেন, ‘ক্রিস পার্সি ও আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমাদের কন্যা আজালেয়া জয় পার্সির জন্মের ঘোষণা দিচ্ছি।’
টুইটে রয়্যাল ফ্রি হাসপাতালের কর্মীদের সেবারও প্রশংসা করেন যুক্তরাজ্য পার্লামেন্টে নিউ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার পার্টির এই এমপি।
২০১৩ সালে রিজেন্ট পার্ক এলাকার কাউন্সিলর থাকার সময় যুক্তরাজ্যের নাগরিক পার্সিকে বিয়ে করেন টিউলিপ। পরের বছরের মে মাসে সাধারণ নির্বাচনে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন তিনি। গত বছরের আগস্টে কয়েক দফা নিজের অসুস্থতার খবর টুইটারে জানিয়েছিলেন টিউলিপ। যদিও সেপ্টেম্বরে পূর্ণ উদ্যমেই কাজ করতে দেখা যায় তাকে।
এ সপ্তাহে নিউ স্টেটসমেনে প্রকাশিত তার এক নিবন্ধ নিয়েও টুইটারে অভিমত দেন টিউলিপ। নিবন্ধটির শিরোনাম ছিল ‘যুক্তরাজ্যের পার্লামেন্টকে কী করে আরও পরিবারবান্ধব করা যায়’। লেবার পার্টির রাজনীতিতে ‘উদীয়মান তারকা’ টিউলিপ সেপ্টেম্বরে সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়াবিষয়ক শ্যাডো মিনিস্টার মাইকেল ডাগারের ব্যক্তিগত সচিবের স্থায়ী দায়িত্ব পান। এছাড়া, তিনি নারী ও সমতা বিষয়ক যুক্তরাজ্যের পার্লামেন্টারি সিলেক্ট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
প্রতিক্ষণ/এডি/জেআই
=========