মাওয়াতে ফেরি চলাচল বন্ধ
জেলা প্রতিবেদক
বুধবার রাত থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে রো রো ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের পদ্মায় লৌহজং চ্যানেলে নাব্য সঙ্কট ও ড্রেজিং কার্যক্রমের কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে আছে বলে জানা যায় ।
বৃহস্পতিবার সকাল ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া ডাম্প ফেরি ও কে-টাইপ ফেরি চালু থাকলেও তাও ধীর গতিতে চলাচল করায় যানবাহন পারাপার মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
ফলে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের উভয়পাড়ে পারাপারের অপেক্ষায় সহস্রাধিক যানবাহন আটকা পড়েছে। এতে বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এস এম আশিকুজ্জামান জানান, নাব্য সঙ্কটের কারণে বুধবার রাত থেকে নৌরুটের চ্যানেলে রো রো ফেরি চলাচল করতে পারছে না। এ কারণে রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে।
তিনি জানান, রো রো ফেরি চলাচল বন্ধ থাকলেও নৌরুটে চলাচলরত ডাম্প ফেরি ও কে-টাইপ ফেরি চালু রয়েছে। এসব ফেরি দিয়ে যানবাহন পারপার অব্যাহত রয়েছে।
প্রতিক্ষণ/এডি/তাফসির