মাগুরা নড়াইল মহাসড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
মোঃ ইউনুস আলী মাগুরা প্রতিনিধি
আজ ১লা অক্টোবর মাগুরা নড়াইল আঞ্চলিক মহাসড়কের বাক সরলীকরণসহ যথাযথ মান ও প্রসস্ততার উন্নীতকরন প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভার্চুয়ালি উপস্থিত থেকে অনুষ্ঠানের #প্রধান অতিথি #মাগুরার গণমানুষের নেতা জননেতা
আলহাজ্ব #এ্যাড. #সাইফুজ্জামান #শিখর #মাননীয় সংসদ সদস্য মাগুরা ১
এ সময় আরো উপস্থিত ছিলেন
■ আ ফ ম আব্দুল ফাত্তাহ সভাপতি ভারপ্রাপ্ত মাগুরা জেলা আওয়ামী লীগ
■ জনাব পঙ্কজ কুমার কুন্ডু সাধারণ সম্পাদক মাগুরা জেলা আওয়ামীলীগ ও সম্মানিত চেয়ারম্যান জেলা পরিষদ মাগুরা
■ জনাব আবু নাসের বাবলু সহ-সভাপতি মাগুরা জেলা আওয়ামী লীগ সম্মানিত চেয়ারম্যান মাগুরা সদর উপজেলা
■ মুন্সি রেজাউল ইসলাম সহ সভাপতি মাগুরা জেলা আওয়ামী লীগ
■ খুরশিদ হায়দার টুটুল মেয়র মাগুরা পৌরসভা ও সাংগঠনিক সম্পাদক মাগুরা জেলা আওয়ামী লীগ
■ মোঃ ফজলুর রহমান আহ্বায়ক মাগুরা জেলা আওয়ামী যুবলীগ
■ শেখ মেহেদী হাসান সালাউদ্দিন আহবায়ক মাগুরা জেলা সেচ্ছাসেবক লীগ
■ মীর মেহেদী হাসান রুবেল সভাপতি মাগুরা জেলা ছাত্রলীগ
■ আলী হোসেন মুক্তা সাধারণ সম্পাদক মাগুরা জেলা ছাত্রলীগ
সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।