মাগুরায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
আজ মঙ্গলবার দুপুর ১২ টায় মাগুরা কালেক্টরেট চত্বরে সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় এর আয়োজনে শিশু বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সভাপতি মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসের বাবলু সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মাগুরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব ডঃ আশরাফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঙ্কজ কুমার কুন্ডু, চেয়ারম্যান জেলা পরিষদ মাগুরা, জনাব মোঃ খুরশিদ হায়দার টুটুল, মেয়র মাগুরা পৌরসভা, জনাব ফরিদ হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জনাব মোঃ আবু সুফিয়ান, উপজেলা নির্বাহি অফিসার মাগুরা, কুমারেশ চন্দ্র,গাছি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাগুরা,জনাব আশরাফুল আলম জেলা শিক্ষা অফিসার মাগুরা, জনাব বজেন্দ্র নাথ সহকারী শিক্ষা অফিসার মাগুরা।
মাগুরা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৯ সালের পিএসসি পরীক্ষার্থীদের মধ্যে ৭৮জন জিপিএ -৫ পেয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সংবর্ধনা দেয়া হয়।
এছাড়াও ২০২০ সালের নতুন শিশু যারা মাগুরা সরকারি মডেল স্কুল ভর্তি হয়েছেন তাদেরকে বরণ করে নেয়া হয়। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রতি/ এডি/ রন