মাগুরায় দগ্ধ ইয়াদুলের মৃত্যু

প্রকাশঃ মার্চ ২৫, ২০১৫ সময়ঃ ১০:৩২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

ফাইল ফটো
ফাইল ফটো

মাগুরায় চলন্ত ট্রাকে পেট্রলবোমা হামলায় দগ্ধ ইয়াদুল হোসেন (৩০) নামে আরেকজন মারা গেছেন।

বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে মাগুরায় ট্রাকে পেট্রলবোমা হামলায় দগ্ধ চারজনের মৃত্যু হলো।

ইয়াদুল মোল্লা ট্রাক চালকের সহকারী ছিলেন। তিনি মাগুরা সদর উপজেলার গ্রাম মালিক গ্রামের জহুর মোল্লার ছেলে।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইয়াদুলের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে গত শনিবার রাত ৮ টার দিকে মাগুরা সদর উপজেলার মঘীরঢাল এলাকায় দুর্বৃত্তরা ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে গুরুতরভাবে দগ্ধ হন নয়জন। পরে তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

পরে মতিন বিশ্বাস, শাকির মোল্লা ও রওশন বিশ্বাস নামে তিনজনের মৃত্যু হয়। আজ ইয়াদুলের মৃত্যুতে তা গিয়ে ঠেকলো চার এ।

প্রতিক্ষণ/এডি/বেলাল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G