৯ বছর পর মাঠ ছাড়িয়ে জনস্রোত সড়ক পেরিয়েছে

প্রকাশঃ নভেম্বর ১৯, ২০২২ সময়ঃ ৪:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৯ অপরাহ্ণ

সিলেট প্রতিনিধি

সিলেটে বিএনপির সমাবেশে কত লোক হবে, সেটাই ছিল গত কয়ে দিন ধরে আলোচিত বিষয়। অবশেষে আজ সিলেটে বিএনপির গণসমাবেশে কত লোক হয়েছে সেটা হিসেব করা সত্যিই কঠিণ কাজ। কত লাখ লোক হয়েছে সেটা পরিস্কর না, তবে ব্যাপক লোকসমাগম হয়েছে। হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতি হয়েছে সমাবেশ। জনস্রোত মাঠ ভরে আশপাশের সড়কে গিয়ে ঠেকেছে।

বিএনপি সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে বিএনপির বড় আকারের কর্মসূচি সর্বশেষ ২০১৩ সালে হয়েছিল। দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সে বছরের অক্টোবরে সিলেটে আলিয়ার মাঠে বিশাল জনসভা করেছিল দলটি। সেই জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

সরেজমিনে দেখা গেছে, ৯ বছর পর সিলেট নগরীর চৌহাট্টাস্থ আলিয়া মাদরাসা মাঠ বিএনপির কর্মীতে কানায় কানায় পূর্ণ। মাঠে জায়গা না পেয়ে আশপাশের সড়কগুলোতে অবস্থান নিয়েছে হাজারো বিএনপি নেতা-কর্মী। সমাবেশস্থলের পূর্বদিকে চৌহাট্টা ছাড়িয়ে গেছে জনস্রোত। দক্ষিণ দিকে শহিদ মিনার পেরিয়ে গেছে মানুষের উপস্থিতি। উত্তর দিকে সিভিল সার্জন অফিস ছাড়িয়ে দরগাহ গেইট অবধি সড়ক বিএনপি নেতা-কর্মীদের দখলে। পশ্চিম দিকে প্রায় রিকাবীবাজার পয়েন্ট পর্যন্ত রয়েছে লোকসমাগম।

এর আগে শনিবার সকাল থেকে একের পর এক মিছিল আসতে থাকে সমাবেশস্থলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উপস্থিতি। ক্রমেই পূর্ণ হয়ে ওঠে মূল মাঠ। এরপর ধীরে ধীরে জনস্রোত গিয়ে সড়কে ঠেকে।

বিএনপি নেতারা জানিয়েছেন, তারা এই সমাবেশে চার লাখ মানুষের উপস্থিতি নিশ্চিতে কাজ করেছেন। এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে সমাবেশ শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে এখন বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G