মাদক সাইট প্রতিষ্ঠাতার ‘যাবজ্জীবন’

প্রকাশঃ জুন ১, ২০১৫ সময়ঃ ৩:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

silk-road-welcomeযাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি পেয়েছেন অবৈধ মাদকদ্রব্য কেনা-বেচার সাইট সিল্ক রোডের প্রতিষ্ঠাতা রস আলব্রিখ।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে; ৩১ বছর বয়সী রোসকে মাদক দ্রব্য পাচার, অর্থ পাচার ও কম্পিউটার হ্যাকিং অভিযোগেও দোষী সাব্যস্ত করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, ডার্কওয়েবে লুকিয়ে রাখা রোসের অনৈতিক ওয়েবসাইটি বিভিন্ন মানুষের কাছে ২০০ মিলিয়ন ডলারের বেশি মাদক দ্রব্য বিক্রি করেছে।

অনুতপ্ত হয়ে রোস বিচারকের কাছে তাকে যাবজ্জীবন কারাদণ্ড না দেয়ার অনুরোধ করে একটি চিঠি লিখেছে। চিঠিতে সে বলেছে, আমি জানি এই অপরাধের জন্য আমার জীবনের গুরুত্বপূর্ণ সময়টা কারাগারে রাখা উচিৎ। কিন্তু শেষ জীবনটা আমাকে কারাগারের বাইরে থাকতে দিন।

আদালতে গোয়েন্দা সংস্থা এফবিআই এর দেয়া তথ্য মতে, সাইটিতে প্রায় এক মিলিয়নের বেশি ব্যবহারকারী রেজিস্ট্রেশন করেছিলো। তবে কতোজন এর মধ্যে সক্রিয় ছিলো তা এখনো বের করতে পারেনি তদন্তকারীরা।

সাইটের ব্যবহারকারীরা অনলাইন মুদ্রা বিটকয়েন দিয়ে বিভিন্ন মাদক দ্রব্য যেমন হেরোইন, কোকেইন এসব কিনতো।

২০১৩ সালে রোসকে গ্রেপ্তার করার পর থেকে সাইটটি বন্ধ আছে। মাদক দ্রব্য পাচারকারী রোস ২০১১ সাল থেকে অবৈধ কাজে সাইটটি ব্যবহার করছিলো।

সূত্র: বিবিসি

 প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G