মানবতাবিরোধী অপরাধ: খালাস চেয়ে কায়সারের আপিল

প্রকাশঃ জানুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ২:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৫ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মোহাম্মদ কায়সার খালাস চেয়ে আপিল করেছেন।

সোমবার দুপুরে সুপ্রীম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করা হয়েছে বলে জানিয়েছেন কায়সারের আইনজীবী এ্যাডভোকেট মাসুদ রানা।

কায়সারের পক্ষে এ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন আপিল করেছেন। এ মামলার শুনানি করবেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

সর্বমোট ৫৬টি গ্রাউন্ডে মূল ৫০ পৃষ্ঠার আপিল করা হয়েছে কায়সারের পক্ষে।

গত বছর ২৩ ডিসেম্বর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তার ফাঁসির আদেশ দেন।
কায়সারের বিরুদ্ধে গণহত্যার একটি, হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুণ্ঠনের ১৩টি ও ধর্ষণের দুটিসহ মোট ১৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এর মধ্যে ১৪টি ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে।

প্রতিক্ষণ/এডি/বাবর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G