যে কোনদিন ৮ যুদ্ধাপরাধীর রায়
প্রতিক্ষণ ডেস্কঃ
মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোরের প্রাক্তন এমপি জাতীয় পার্টির নেতা মাওলানা সাখাওয়াত হোসেনসহ ৮জনের বিরুদ্ধে যেকোনো দিন রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার দুপুরে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উভয় পক্ষের যুক্তিতর্ক উত্থাপন শেষ হলে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়।
এর আগে গত বছরের ২৩ ডিসেম্বর সাখাওয়াতসহ নয়জনের বিরুদ্ধে হত্যা, আটক, নির্যাতন, ধর্ষণসহ পাঁচটি অভিযোগ গঠন করা হয়। এ মামলায় সাখাওয়াত হোসেন ও বিল্লাল হোসেন আটক আছেন। আর মামলা চলাকালীন এক আসামি মারা গেছেন। বাকি ছয় আসামি মামলার শুরু থেকেই পলাতক।
রাষ্ট্রপক্ষ এ মামলায় আসামিদের বিরুদ্ধে ১৭ জন সাক্ষী উপস্থাপন করেছে। তবে আসামিপক্ষ তাদের পক্ষে কোনো সাক্ষী হাজির করেনি।
সাখাওয়াতসহ ১৫ জনের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০০৯ সালে যশোরে মামলা করা হয়। প্রসিকিউশনের আবেদনে ২০১৪ সালের ২৬ নভেম্বর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। পরে ২৯ নভেম্বর রাজধানীর উত্তরখান থেকে সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া