মামলা নিষ্পত্তিতে ছয় প্রস্তাবনা এনবিআরের
নিজস্ব প্রতিবেদক
প্রায় ২৩ হাজার ২৮৯টি মামলার জট নিষ্পত্তিতে ছয় প্রস্তাবনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আর ওই মামলাগুলো নিষ্পত্তি হলে আদায় হবে প্রায় ২৯ হাজার কোটি টাকা।
রাজধানীর সেগুনবাগিচায় প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান এসব প্রস্তাবনা তুলে ধরেন। বর্তমান পদ্ধতিতে দ্রুত মনিটরিং এবং নিষ্পত্তির লক্ষ্যে রাজস্ব মামলা সংক্রান্ত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সভাপতির বক্তব্যে মো. নজিবুর রহমান বলেন, এনবিআরের আয়কর, শুল্ক ও মূসক অনুবিভাগের বিভিন্ন দফতর সংশ্লিষ্ট প্রায় ২৩ হাজার ২৮৯টি মামলা বর্তমানে হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারাধীন আছে। যেখানে সরকারের প্রায় ২৯ হাজার কোটি টাকার রাজস্ব জড়িত।
তিনি বলেন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে দায়েরকৃত মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে যথাযথ সহায়তা করলে ওই অর্থ সরকারি কোষাগারে জমা হবে, যা প্রধানমন্ত্রীর ঘোষিত ‘রূপকল্প-২০২১ ও ২০৪১’ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় এনবিআর চেয়ারম্যান ছয়টি প্রস্তাবনা উপস্থাপন করেন। এর মধ্যে রয়েছে-
১. অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে এনবিআরের মাসিক, দ্বিমাসিক ও ত্রৈমাসিক সমন্বয় সভা।
২. নিজ নিজ দফতরে প্রাপ্ত রাজস্ব মামলা সংক্রান্ত পত্রগুলো অগ্রাধিকার ভিত্তিতে দেখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন কর্মকর্তার উদ্যোগ গ্রহণ।
৩. বিভিন্ন সময়ে আদালত কর্তৃক রাজস্ব বিষয়ে প্রদত্ত রায়ের সংকলন বাস্তবায়নে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের তিনজন ও এনবিআরের তিন অনুবিভাগের তিনজনের সমন্বয়ে ‘কোর ওয়ার্কিং গ্রুপ’ গঠন করা।
৪. কর একাডেমি এবং শুল্ক একাডেমিতে অনিষ্পন্ন মামলাগুলোর নিষ্পত্তি বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান।
৫. অডিট প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করা।
৬. মামলাসমূহ সুষ্ঠুভাবে পরিচালনা ও নিষ্পত্তির জন্য জাতীয় কর্মশালাগুলোতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে সহযোগিতা করা। যেমন: আগামী ১৪ নভেম্বর এরকম কর্মশালা অনুষ্ঠিত হবে, যেখান বিচারপতিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আয়কর, শুল্ক ও মূসকের মামলাগুলো নির্দিষ্ট কিছু মহল থেকে হয়ে থাকে। কীভাবে বেশি সুবিধা পাওয়া যায়, এটাই মামলাকারীদের লক্ষ্য। এসব ক্ষেত্রে এনবিআরের যেকোনো পদক্ষেপে যথাযথ ও প্রয়োজনীয় সহায়তা করা হবে।
তিনি আরো বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড থেকে মামলাসমূহ নিষ্পত্তির জন্য যত বেশি প্রচেষ্টা অব্যাহত থাকবে তত বেশি ভালো ফল আসবে এবং দ্রুত রাজস্ব মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে।’
সভায় সহকারী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেলগণ এবং এনবিআরের সদস্যবৃন্দসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিক্ষণ/এডি/এনজে