মারা গেলেন পেট্রোল বোমায় দগ্ধ নুর আলম

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ৫:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

nur alomরাজধানীর যাত্রাবাড়ীতে পেট্রোল বোমায় দগ্ধ নাটোরের নুর আলমও হার মানলেন মৃত্যুর কাছে।

রোববার দুপুর ১টা ১ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ২৩ জানুয়ারি রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে দৃর্বৃত্তের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হন নুর আলম।

এর পর তাকে বার্ন ইউনিটের সাধারণ ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। গত দুদিন আগে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে তিনি আজ মারা যান।

নুর আলমের মৃত্যুতে আইসিইউতে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

গত ২৩ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ডেমরার কাঠের পুলের মোল্লা ব্রিজের কাছাকাছি একটি যাত্রীবোঝাই বাসে পেট্রলবোমায় দগ্ধ হন ২৯ জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ওই দিন পুলিশ জানায়, পেট্রোলবোমার সঙ্গে সঙ্গে বাসটি লক্ষ্য করে ককটেলও নিক্ষেপ করা হয়। এতে বাসে আগুন ধরে যায়।

প্রতিক্ষণ /এডি/ জামিল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G