মার্কিন নির্বাচনের আগে হামলা, সহিংসতা আর হুমকি
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে হাউসের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামীর উপর হিংসাত্মক হামলা চলেছে। এতে আমেরিকাতে রাজনৈতিক উত্তেজনার চিত্র ফুটে উঠছে।
শুক্রবার পল পেলোসির উপর হামলার খবরের মাত্র কয়েক ঘন্টা পর এই হামলাকে জোর দিযে মার্কিন সরকার সারা দেশে আইন প্রয়োগকারীকে একটি বুলেটিন বিতরণ করেছে। নির্বাচনী কর্মীদের বিরুদ্ধে সহিংস চরমপন্থার “হুমকি” সম্পর্কে সতর্ক করেছে সরকার।
এছাড়াও শুক্রবার নাম না প্রকাশের শর্তে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস ঘোষণা করেছে, একজন কংগ্রেসম্যানের বিরুদ্ধে একাধিক ফোনে মৃত্যুর হুমকি দেওয়ার হয়েছে। তবে পরে জান গেছে এই কংগ্রেসম্যান ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট এরিক সোয়ালওয়েল। হুমকির মধ্যে রয়েছে কংগ্রেসম্যানের ওয়াশিংটন অফিসের একজন স্টাফ সদস্যকে বলা যে তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে ইউএস ক্যাপিটলে আসতে চলেছেন।
সূত্র : বিবিসি