মালয়েশিয়ায় বাংলাদেশীসহ আটক ১০৭
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
অবৈধভাবে কাজ করার অভিযোগে বাংলাদেশীসহ ১০৭ প্রবাসী শ্রমিককে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ।
দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় দ্বীপ পেনাংয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে তাদের আটক করা হয়।
বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের ৪৬৭ জন শ্রমিকের কাগজপত্র পরীক্ষা করে ১০৭ অবৈধ শ্রমিককে আটক করা হয়। তাদের মধ্যে ৯৫ জন পুরুষ। বাকিরা নারী ও শিশু।
মালয়েশিয়ার পেনাংয়ের স্থানীয় পত্রিকা দ্য স্টার-এর খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে পেনাংয়ের বাটারওউর্থ সিটিতে একটি নির্মাণাধীন ভবন এলাকায় অভিযান চালিয়ে প্রবাসী শ্রমিকদের আটক করা হয়। সিভিল ডিফেন্স বিভাগের প্রায় ৮৫ জন কর্মকর্তা একটি নির্মাণাধীন সাততলা ভবন ঘেরাও করে তাদের আটক করে।
ওই অভিযানে অবৈধ ১০৪ শ্রমিক ও তিন শিশুকে আটক করে সেবেরা জায়ার সদর দপ্তরে নিয়ে যায় অভিবাসন কর্তৃপক্ষ। পরে তাদের জুরুর আটক কেন্দ্রে পাঠানো হয়।
মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিক আটকের সত্যতা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করতে পারেনি।
প্রতিক্ষণ/এডি/নাদিম