মাস পার এক চার্জে !
আইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
শুনে কি আশ্চর্য হবেন একবার মোবাইল ফোন চার্জ দিয়ে ১ মাস নিশ্চিন্তে থাকা যাবে। আশ্চর্য নয় আপনার মোবাইলে এমন ঘটনা ঘটতে পারে। এক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে মাইক্রোম্যাক্সের নয়া স্মার্টফোন। সম্প্রতি সংস্থার তরফ থেকে এমন কথায় বলা হয়েছে।
মোবাইল প্রস্তুতকারী এই দেশীয় সংস্থাটির দাবি তাদের নয়া ক্যানভাস হিউ মডেলটিতে তারা এই সুবিধা নিয়ে হাজির হবে। মাইক্রোম্যাক্সের নয়া এই স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 5.0 ললিপপ ভার্সানের।
এছাড়া এই স্মার্টফোনে আছে 1.3GHz প্রসেসর এবং 1GB RAM। মাইক্রোম্যাক্সের নয়া এই মডেলটি এছাড়া আছে 8MP রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা আছে 2MP। নয়া হিউ মডেলটির ইন্টারন্যাল মেমোরি 8GB ইন্টারন্যাল মেমোরি যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ান যাবে 32GB পর্যন্ত।
এছাড়া এই ফোনে আছে 3000mAh ব্যাটারি। নয়া এই মডেলে এছাড়া আছে সুপার পাওয়ার সেভিংস মোড। যার সাহায্যেই এই স্মার্টফোনটিতে আরও বেশি ব্যাটারি ব্যাকঅ্যাপ পাওয়া যাবে বলে কোম্পানীর তরফে জানান হয়েছে। আর নয়া এই স্মার্টফোনটি কিনতে গ্যাজেট প্রেমীদের খরচ করতে হবে ১০,৯৯৯ টাকা।
প্রতিক্ষণ/এডি/মন্ডল