মাড়ির রক্ত থেকে অন্ত্রের ক্যান্সার !

প্রকাশঃ সেপ্টেম্বর ২০, ২০১৬ সময়ঃ ১:১৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৯ পূর্বাহ্ণ

তারিক হাসান:

gum

নিয়মিত দাঁত ব্রাশ অন্ত্রের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। একটি গবেষণায় দেখা যায়, মুখের ব্যাকটেরিয়া মাড়ির রক্তপাতের মাধ্যমে অন্ত্রে যায়। যেখানে তারা ক্যান্সারের সূত্রপাত ঘটায় অথবা বিদ্যমান টিউমারকে আক্রান্ত করে। bug fusobacterium নামের এই ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে স্বাভাবিক কোষের চেয়ে ক্যান্সারযুক্ত টিউমারে বেশি দেখা যায়। গবেষকরা বলছেন, এই জীবাণু অন্ত্রে বিদ্যমান টিউমার বড় করে এবং ক্যান্সারে পরিণত করে।

বিজ্ঞানীরা গবেষণা করেছেন কিভাবে এই ব্যাকটেরিয়া স্রোতের মাধ্যমে অন্ত্রে তাদের পথ তৈরি করে। বিজ্ঞানীরা বলছেন কেবলমাত্র মাড়ির রক্তপাত হলে রক্তস্রোতের সাহায্যে এই জীবাণু অন্ত্রে প্রবেশ করে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের টিএইচ চ্যান পাবলিক হেলথ স্কুলের অধ্যাপক ওয়েন্ডি গ্যারেট বলেন, মুখের মধ্যে ক্রমবর্ধমান ব্যাকটেরিয়া শরীরের বিভিন্ন স্থানে রোগ ছড়ায়। এছাড়াও মুখের ব্যাকটেরিয়ার সাথে হৃদরোগ ও স্ট্রোকের সম্পর্ক রয়েছে।
গবেষকরা আরও বলেন, প্রতিদিন নিয়মিত দুইবার ব্রাশ করে অন্ত্রের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।

একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ১৯৯০ সালের পর থেকে পৃথিবীর মোট বনভূমির শতকরা দশ ভাগ বনভূমি হ্রাস পেয়েছে।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস ওয়াটসন বলেন, বিশ্বব্যাপী গুরুত্বপূ্র্ণ উপবন এলাকাগুলোর বনভূমি ধ্বংসের ফলে, স্থানীয় জীববৈচিত্র ধ্বংস হচ্ছে এবং সেই সাথে স্হানীয় জলবায়ুর উপরও ব্যাপক প্রভাব পড়ছে। গবেষণায় আরও দেখা গেছে, গত দুই দশকে ১১.৬ মিলিয়ন বর্গ মাইল বনভূমি বিলীন হয়েছে; যার বেশির ভাগ বনভূমি মধ্য আফ্রিকা ও আমাজনের। অধ্যাপক জেমস ওয়াটসন মানুষের বিভিন্ন কর্মকান্ড যেমন- খনি ও তেল-গ্যাস অনুসন্ধান এবং কৃষির সম্প্রসারণকে বনভূমি ধ্বংসের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন।

=======

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G