মিডিয়া না থাকলে বোঝার উপায় ছিল না কাল বিপিএল

প্রথম প্রকাশঃ জানুয়ারি ৫, ২০২৩ সময়ঃ ১২:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২০ অপরাহ্ণ

জহির ভূইয়া

বিপিএলের বাজেট আছে, শোনা যায় সকল প্রস্তুতিও আছে। কিন্তু ম্যানেজম্যান্ট বলতে যা বোঝায় ত যে নেই তা তো গতকাল সাকিব আল হাসান পরিস্কার ভাবেই বলে দিলেন।

আগের বিপিএল আসর গুলোতে আয়োজনটা যেভাব করা হতো, তা ৯ম আসরে নেই। বিপিএলের মতো আসরে প্রচারনা বলতে কিছুই নেই!

পুরো ঢাকা নগরীতে বিপিএলের কোন প্রচারনা পাওয়া যায়নি।

প্রচারনা বলতে যাই আছে তা পত্রিকার পাতা আর টিভির খবরে। মজার বিষয় হচ্ছে খোদ আয়োজক বিসিবি মিরপুর স্টেডিয়ামেও ১টি বিপিএল ব্যানার টানায়নি। হতবাক করা বিষয় বটে।

বিপিএল উদ্বোধনের আগে প্রচারনা বলতে মিডিয়া ছিল সরব। আজ মিরপুরে স্টেডিয়ামে মিডিয়া ভবনের গেটে খোলা আকাশের নিচে প্যান্ডেল দিয়ে তৈরি মঞ্চের সামনে টাইটেল স্পন্সরের ঘোষণার সংবাদ সম্মেলনে যদি সাংবাদিকরা উপস্থিত না হতো তাহলে বিপিএল যে কাল শুরু হচ্ছে সেটাই বোঝার উপায় ছিল না।

তাও ভাল বিপিএল গভর্নিংকাউন্সিল উদ্বোধনী অনুষ্ঠানের সংবাদ সম্মেলনটা অন্তত আয়োজন করেছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G