মিনা দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

প্রকাশঃ সেপ্টেম্বর ২৫, ২০১৫ সময়ঃ ১০:৩৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

minayমক্কার মিনায় শয়তানকে পাথর ছুঁড়তে গিয়ে পদদলিত হয়ে এখন পর্যন্ত ৭১৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।  নিহতের মধ্যে বাংলাদেশিও আছেন বলে জানা গেছে। এ পর্যন্ত পাঁচ জন বাংলাদেশির প্রাণহানির ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

জেদ্দা হজ কাউন্সিলর শহিদুল করিম জানিয়েছেন, নিহতরা হলেন জামালপুরের বাসিন্দা ফিরোজা বেগম (৫৪)। সুনামগঞ্জের হাজিপাড়া এলাকার বাসিন্দা জুলিয়া হুদা (৪০)। ফেনীর তাহেরা বেগম (৭৩) এবং তার ভাই নূর নবী মিন্টু (৬৯) এবং মুন্সীগঞ্জের জাহানারা আরজু নামের আরো একজন নারী।

এ ঘটনায় আরো বাংলাদেশির মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মক্কায় বাংলাদেশ হজ অফিস বাংলাদেশি হাজিদের খবর পেতে হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর হলো- +৯৬৬৫ ৩৭৩৭ ৫৮৫৯ এবং +৯৬৬৫ ০৯৩৬ ০০৮২।

 

 

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G