মিশরে ১১ জনের মৃত্যুদন্ড
আন্তর্জাতিক ডেস্ক
ফুটবল ম্যাচে দাঙ্গা সৃষ্টির অভিযোগে ১১ ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছে মিশরের একটি আদালত।
রোববার তাদেরকে এ দন্ডাদেশ দেওয়া হয়।
২০১২ সালে মিশরের পোর্ট সাইদ শহরের সেই ফুটবল ম্যাচে দাঙ্গায় ৭৩ জন নিহত ও এক হাজারেরও বেশি মানুষ আহত হয়।
দন্ড হলেও দন্ডাদেশ প্রাপ্তদের সাজা কার্যকরে এখনো মিশরের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ গ্র্যান্ড মুফতির অনুমতি লাগবে। সেই সঙ্গে এই আদেশের বিপরীতে আপিলেরও সুযোগ রয়েছে আসামীদের।
আপিল ও অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্ন হতে আরো কয়েক বছর পেরিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ঘটনার দিন মিশরীয় আল-মাসরি ও আল-আহলি দলের মধ্যে ফুটবল ম্যাচ চলছিল। খেলা শেষে বিজয়ী দল আল-মাসরির সমর্থকরা বিপক্ষ দলের সমর্থকদের ওপর আক্রমণ করে বসে। সৃষ্ট দাঙ্গায় পদদলিত হয়ে ও গ্যালারি থেকে পড়ে গিয়ে ৭৩ জন নিহত ও এক হাজারেরও বেশি মানুষ আহত হয়।
প্রতিক্ষণ/এডি/নুর