মিয়ানমারে পানি উৎসবে নিহত ১১
প্রতিক্ষণ ডেস্ক
মিয়ানমারে পানি উৎসবে কমপক্ষে ১১ জন নিহত ও ১৩৪ জন আহত হয়েছে।
চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার শনিবারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, চার দিনব্যাপী পানি উৎসবে অতিরিক্ত যাত্রী বোঝাই, মাদক ও এ্যালকোহল গ্রহণ ও অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে ৫০টি পৃথক দুর্ঘটনায় এ সব হতাহতের ঘটনা ঘটেছে।
গত বছর পানি উৎসবে দেশটির সাবেক রাজধানী ইয়াঙ্গুনে ১৫ জন নিহত ও ১৭৮ জন আহত হয়েছিল।
বার্মিজ নববর্ষ উপলক্ষে প্রতি বছর ১৩ থেকে ১৬ এপ্রিল এ উৎসব পালন করা হয়। পানি উৎসবকে স্থানীয় ভাষায় বলা হয় ‘থিংগিয়ান’।
পানি উৎসবের জন্য মিয়ানমারে ছুটি ঘোষণা করা হয়। দেশটির জনগণ বিশ্বাস করে পানির মাধ্যমে খারাপ জিনিস ও পাপ ধুয়ে যাবে। একইসঙ্গে এই উৎসব নতুন বছরে তাদের সমৃদ্ধির দিকে এগিয়ে নেবে।
প্রতিক্ষণ/এডি/নুর