মুছে ফেলুন ভুল করে পাঠানো এসএমএস
কাউকে ভুল করে মেসেজ পাঠালে সেজন্য আর বিব্রত হতে হবে না। কারণ ভুল শোধরানোর সুযোগ দেবে নতুন একটি অ্যাপ।
অ্যাপটির নাম ‘প্রটেক্ট ইউ প্রাইভেটস!’ এর সাহায্যে মেসেজে পাঠানোর পরেও তা ডিলিট করে দিতে পারবেন প্রেরকরা। ৩ ঘণ্টা, ১২ ঘণ্টা ও ২৪ ঘণ্টার মধ্যে মেসেজ ডিলিট করতে পারবেন প্রেরকরা।
এই মেসেজিং অ্যাপের নিরাপত্তা এতটাই জোরদার যে কেউ পাঠানো মেসেজের ‘স্ক্রিনশট’ নিলেও তার খবর চলে আসবে প্রেরকের কাছে।
আপাতত এই অ্যাপটি আইওএস ডিভাইসে বিনা মূল্যে ব্যবহার করা যাবে।
ডাউনলোড করা যাবে https://goo.gl/wXMhpm ঠিকানা থেকে। তবে আসছে খুব শিগগিরই অ্যান্ড্রয়েড, উইন্ডোজসহ অন্য অপারেটিং সিস্টেমগুলোর জন্যও অ্যাপটি উন্মুক্ত করা হবে বলে জানা গেছে।
প্রতিক্ষণ/এডি/আরএম