মুঠোফোনের এখন ১২ কোটি গ্রাহক
ডেস্ক, প্রতিক্ষণ ডট কম
দেশের ১২ কোটি গ্রাহক মুঠোফোন ব্যবহার করছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে মুঠোফোন গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩ লাখ ৫০ হাজার। গত নভেম্বরে এ সংখ্যা ছিল ১১ কোটি ৯৬ লাখ।
২০১৩ সালের এপ্রিলে দেশে মুঠোফোন গ্রাহকের সংখ্যা ১০ কোটি ছাড়ায়। ২০০৭ সালের জুলাইয়ে গ্রাহকসংখ্যা ছিল তিন কোটি। এর নয় মাসের মাথায় ২০০৮ সালের এপ্রিলে গ্রাহকসংখ্যা চার কোটিতে দাঁড়ায়। ২০০৯ সালের সেপ্টেম্বরে গ্রাহকসংখ্যা পাঁচ কোটি ছাড়ায়। এরপর ২০১০ সালের জুলাইয়ে ছয় কোটি, ২০১১ সালের জানুয়ারিতে সাত কোটি, একই বছরের ডিসেম্বরে আট কোটি এবং ২০১২ সালের এপ্রিলে গ্রাহকসংখ্যা নয় কোটির মাইলফলক স্পর্শ করে।
প্রতিক্ষণ/এডি/রাজু