মুরসির মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
গুপ্তচরবৃত্তি এবং কারাগার ভেঙে বেরিয়ে যাওয়ার দায়ে, মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
২০১২ সালে প্রেসিডেন্ট থাকাকালে বিক্ষোভ কারীদের বিরুদ্ধে সহিংসতায় উসকানির দায়ে এপ্রিলে মুরসিকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ রায়কে ‘বিচারের জন্য পরিহাসজনক’ বলে মন্তব্য করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
মোবারকের পতনের পর ২০১২ সালের মে মাসে মিসরে ক্ষমতাসীন হয় ব্রাদারহুড। কিন্তু বছরখানেক পরই তাদের উৎখাত করেন সিসি।
শনিবার একটি মামলায় মোহাম্মদ মুরসি ছাড়াও ফিলিস্তিনের গাজার শাসক দল হামাস ও লেবানন ভিত্তিক শিয়া মুসলমানদের সংগঠন হিজবুল্লাহর সদস্যসহ ১৩০ জনের বিচার হয়। তাঁদের বিরুদ্ধে ২০১১ সালে সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক বিরোধী অভ্যুত্থানের সময় কারাগার থেকে পলায়ন ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।
মিসরে মুসলিম ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মুরসিকে ২০১৩ সালের জুলাইয়ে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী।
সূত্র: এএফপি।