মৃত প্রেমিককে বিয়ে!

প্রকাশঃ জানুয়ারি ১৩, ২০১৬ সময়ঃ ১১:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪২ পূর্বাহ্ণ

jgjপ্রেমকে স্বর্গীয় বিষয় হিসেবে মনে করা হয়। যে প্রেম জীবন-মৃত্যুর পরোয়া করে না। কল্পিত সেই প্রেমের নমুনা বাস্তবেও যে দেখা যায় না, তেমনটা নয়।

থাইল্যান্ডের এক প্রেমিকা তার প্রেমিককে বিয়ে করলেন তার অন্ত্যেষ্টিক্রিয়ায়। চোখভরা  জল নিয়ে এমন এক বিরল বিয়ের সাক্ষী থাকল একদল মানুষ যেখানে এক বিয়ের পোশাকে মহিলা বিয়ের আঙটি পরালেন তাঁর মৃত প্রেমিককে।

বিয়ের পরই স্বামীর শেষকৃত্য সম্পন্ন হলো। কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী। শপথ নিলেন, এ জীবনটা শুধু তার জন্যই থাকল। তবে দেশের আইন যে ভারী কঠিন বিষয়। থাইল্যান্ডের আইন অনুযায়ী এই বিয়ে স্বীকৃতি পেল না। কিন্তু এতে উপস্থিত লোকজন চোখের জলে দিয়েছেন বিয়ের স্বীকৃতি। আর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বিয়ের খবর ও ছবিগুলো তৈরি করেছে আবেগঘন পরিবেশের।

সেই প্রেমিকার নাম নান থিপ্পাহারাট। তার প্রেমিক ফিয়াট হঠাত্‍ হার্ট অ্যাটাক করে মারা যান। দুইজনের বিয়ের কথা ঠিকঠাক ছিল। মৃত্যু এসেও অবশ্য তাদের বিয়ে রুখতে পারল না। নান তাঁর ফেসবুকে লিখলেন, ‘আমি আমাদের বিয়ের কথা স্বপ্ন দেখতাম। স্বপ্নে দেখতাম আমি ওর হাতটা ধরে আছি। আমার স্বপ্ন সত্যি হল। ফিয়াট তুমি খুব থাকো।’ ভালবাসাকে জিতিয়ে দেওয়ার এই চোখে জল এনে দেওয়া বিয়েটা হল মধ্য থাইল্যান্ডের চাচেওইংশোয়া প্রদেশে।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G