মেক্সিকোকে আটকে দিলে পোল্যান্ড

প্রথম প্রকাশঃ নভেম্বর ২৩, ২০২২ সময়ঃ ১২:০৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৫ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক

এবারের বিশ্বকাপ ফুটবল আসরে বড় দল গুলো যেন ছোট দল গুলোর সামনে শুরু থেকেই আতংকে আছে। সৌদির কাছে ২-১ গোলে হেরে গেল ৩ নম্বরের দল আর্জেন্টিনা! আজ মধ্যরাতে ফিফার তালিকায় ১৩ নম্বরে থাকা মেক্সিকো ২৬তম দল পোলেন্ডের বিপক্ষে পেরে উঠল না!

কাগজে কলমে যদি যোগ্যতার মাপকাঠি করা হয় তাহলে তো পোল্যান্ড মেক্সিকোর সমানে দাঁড়ানোর কথা নয়। উল্টো হারতে হারতে বেঁচে গেল বড় দলের তকমা নিয়ে মাঠে নামা মেক্সিকো। পেনাল্টি ঢেকিয়ে না দিলে তো পোল্যান্ড আজ জয় নিয়েই মাঠ ছাড়ত।

অথচ পুরো ৯০ মিনিটের ম্যাচে সমান তালেই খেলেছে পোলেন্ড। তবে এমন নয় যে মেক্সিকো গোল আদায়ের চেষ্টা করেনি। কিন্তু পোলেন্ডের ডিফেন্সের দেয়াল ভেঙ্গে দেয়া সম্ভব হয়নি।
বেশ কয়েক বারই নিশ্চিত গোলের সুযোগ পেয়েও মেক্সিকো ভাগ্যে সাহায্য না পাওয়াতে গোল বঞ্চিত হয়েছে। ৯০ মিনিটে গোল শূণ্য ম্যাচে হতাশা নিয়ে হোটেলে ফিরেছে মেক্সিকো।

সূত্র : ফিফা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G