মেক্সিকোয় বন্দুকযুদ্ধে নিহত ৪৩

প্রকাশঃ মে ২৩, ২০১৫ সময়ঃ ১:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

mexicoমেক্সিকোয় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে ২জন পুলিশসহ কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে।

শুক্রবার মিচুয়াকান প্রদেশে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেগুলোর মধ্যে ৩০টি রাইফেলও রয়েছে।

জালিস্কো প্রদেশের সীমান্তবর্তী তানহুয়াতু এলাকায় টহলে গেলে পুলিশের গাড়ি বহরে হামলা চালায় বন্দুকধারীরা। আত্মরক্ষায় পুলিশ পাল্টাগুলি চালালে দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।

নিহতদের অধিকাংশই অপরাধী গোষ্ঠীর সদস্য বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কমিশনার মন্টে আলেজান্দ্রো রুবিদো। তিনি জানান, পুলিশের ওপর হামলার সঙ্গে মাদকব্যবসায়ী চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত জানুয়ারিতে মাদকচক্রের এক হোতা গ্রেফতারের পর থেকে মেক্সিকোর নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বেড়ে গেছে। মার্চ মাস থেকে এ পর্যন্ত দেশটিতে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২০ জন পুলিশ ও সেনা কর্মকর্তা নিহত হয়েছে।

প্রতিক্ষণ/এডি/কেয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G