মেথি ব্যবহারে চুলের যত্ন

প্রকাশঃ জানুয়ারি ১৭, ২০১৬ সময়ঃ ৬:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫১ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

10403007রান্নার অনুষঙ্গ হিসেবে মেথির সাথে কম বেশি সবাই পরিচিত। কিন্তু এর গুণাগুণ অনেকেরই অজানা।আমাদের চুলের বহু সমস্যায় মেথির রয়েছে বিবিধ ব্যবহার। যেমন- কম বয়সে চুল পেকে যাওয়া থেকে রক্ষা পেতে, চুলের বৃদ্ধিতে,খুশকি দূরীকরণসহ আরো অনেক ক্ষেত্রে মেথির ব্যবহার হয়ে থাকে।তাই সুন্দর চুল পেতে ঝটপট এর ব্যবহার শুরু করে দিন।
পদ্ধতি-১

প্রয়োজনীয় উপাদানঃ

-মেথি দানা ২ টেবিল চামচ

-টক দই এক কাপ

-নারিকেল তেল/ আমন্ড অয়েল/ অলিভ অয়েল সব এক সাথে পরিমাণ মত।

প্রণালীঃ

-প্রথমে মেথি দানা একটি পাত্রে নিয়ে পানি দিয়ে ধুয়ে নিন। তারপর সেই পাত্রে কিছু পরিমাণ পানিতে সারারাত মেথি ভিজিয়ে রাখুন।

-ভিজিয়ে রাখা মেথি পাটায় নিয়ে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিন। চাইলে ব্লেন্ডার ব্যবহারJMS_AGR187 কর
তে পারেন।

-পেস্ট করা মেথিতে এক কাপ টক দই নিয়ে খুব ভালো ভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটি কম পক্ষে ২ থেকে ৩ ঘণ্টা রেখে দিন।

-চুলে তেল ম্যাসাজ করুন। এক্ষেত্রে নারিকেল তেল বা আপনার পছন্দনুযায়ী যে কোনো তেল নিতে পারেন। চুলে তেল দেয়ার আগে, তেলটা সামান্য গরম করে নিতে পারেন।

-এবার চুলে মেথি আর টক দইয়ের মিশ্রণটি আগা থেকে গোড়া পর্যন্ত খুব ভালোভাবে লাগিয়ে নিন।

-মাস্কটি ৪০ থেকে ৫০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। তারপর কন্ডিশনার লাগান। এভাবে মিশ্রণটি সপ্তাহে এক দিন অথবা মাসে দুইবার লাগাতে পারেন।

ফলাফলঃ

-চুল পড়া বন্ধচুলের-যত্নে-মেথির-উপকারিতা

-আগা ফাটা সমস্যা দূর

-চুলের ঘনত্ব বৃদ্ধি ও

-চুল স্বাস্থ্যোজ্জ্বল হবে

সতর্কতাঃ

-মিশ্রণটি পরিষ্কার চুলে লাগান

-মেথিতে আপনার এালার্জি

থাকলে মিশ্রণটি ব্যবহার না করাই ভাল।

 

 পদ্ধতি২

প্রয়োজনীয় উপাদানঃ

-মেথি দানাnews-12122015035839

-নারিকেল তেল।

প্রণালীঃ

এক টেবিল চামচ নারিকেল তেল নিন। তাতে দুই চা চামচ মেথি দানা, চাইলে মেথি গুঁড়া দিতে পারেন। নারিকেল তেল ফুটাতে থাকুন যতক্ষন পর্যন্ত না মেথি দানা লালচে বাদামি রঙ ধারণ না করে। লালচে বাদামি হয়ে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে নিন। মেথি তেল থেকে আলাদা করে নিন।এর পর পুরো মাথায় আলতো করে লাগিয়ে নিন।
সারা রাত রেখে পরেরদিন শ্যাম্পু করে, চুলে কন্ডিশনার দিন। এভাবে সপ্তাহে দুই বার এই তেলটি ব্যবহার করুন।

ফলাফলঃ

-চুল পড়া বন্ধ হয়

-চুলের গোড়া মজবুত হয়

-অকালে চুল পাকা থেকে রক্ষা পাওয়া যায়

-আগের তুলনায় চুলের রুক্ষতা কমে, তাতে কোমলতা ফিরে আসে ও

-স্ক্যাল্পের চুলকানি কমে ও খুশকি থেকে মুক্তি পাওয়া যায়।
মেথি ঔষধী গুণে সমৃদ্ধ। এতে রয়েছে প্রোটিন, ভিটামিন-সি, আয়রণ, পটাসিয়াম, নিকোটিনিক এসিড, লেসিথিন।

 

 

প্রতিক্ষণ/এডি/ এল জেড 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G