মেসি ইনজুরির শংকায়

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ১৬, ২০২২ সময়ঃ ৯:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৭ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপের ফাইনাল ১৮ ডিসেম্বর, ঠিক এর আগে বিশ্ব ফুটবলে মেসি ভক্তদের জন্য এলো খারাপ সংবাদ।  রীতিমতো দুঃসংবাদ আর্জেন্টাইন শিবিরের জন্য। ইনজুরির শংকায় পড়েছে মেসিকে নিয়ে।

মেসির ইনজুরিতে ‍পুরো দল শংকায়, শেষ অবদি খেলবে তো সেরা তারকা। লিওনেল মেসির ইনজুরি ভাবিয়ে তুলেছে টিম ম্যানেজম্যান্টকে। ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে হাতে সময় মাত্র ২ দিন। তার আগে কীনা অনুশীলন করা হলো না আর্জেন্টাইন অধিনায়কের।

১৯৮৬ সালের পর ফের বিশ্বকাপ ট্রফি জেতার পথে আর্জেন্টিনা। তবে শেষ লড়াইয়ে জিতলেই কেবল মিলবে সেই সোনার ট্রফি। যেখানে হারাতেই হবে ফ্রান্সকে। সেই লড়াইয়ে দলের প্রাণ ভোমরা মেসি। তাকে কি ফাইনালে কি পুরো ফিট পাওয়া যাবে?

বৃহস্পতিবার স্কালোনির দলের অনুশীলনের প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যম উপস্থিত থাকতে পেরেছে। তখন অনুশীলনে মেসিকে না দেখা যায়নি। তারপরই খবর ছড়ায় হ্যামস্ট্রিংয়ের চোটে অনুশীলনে নেই দলটির সেরা তারকা। গণমাধ্যমের খবর- হ্যামস্ট্রিংয়ে হালকা সমস্যা রয়েছে আর্জেন্টাইন ক্যাপ্টেনের। সেটি সামাল দিতেই বিশ্রামে তিনি।

জানা গেছে,  ৪৮ ঘণ্টার মধ্যে চোটের অবনতি না হলে অর্ধেক ফিটনেস নিয়েও হলেও মেসি খেলবেন ফ্রান্সের বিপক্ষে ফাইনালে।এজন্য জিম করেছেন তিনি। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ এটি তার। এমন কী আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচও। অধরা ট্রফি জেতার জন্য প্রাণ বাজি রাখতেও যেন রাজি মেসি!

রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফরাসিরা টানা দ্বিতীয় ট্রফির অপেক্ষায়। অন্যদিকে ৩৬ বছর পর শিরোপার সুবাস পাচ্ছে আর্জেন্টিনা।

সূত্র : ফিফা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G