মেয়র মান্নানকে বঙ্গবন্ধু মেডিকেলে স্থানান্তর

প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ৭:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

meyor mannanগাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার কারাগারের এক নম্বর ইউনিটের ভিআইপি সেল-১ এ থাকা অবস্থায় তিনি হৃগরোগে আক্রান্ত হয়ে পড়েন।

তার অবস্থার অবনতি হলে তার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) পাঠায় কারা কর্তৃপক্ষ।

বুধবার বিকাল সাড়ে পাঁচটায় তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয় বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ ও মান্নানের ব্যক্তিগত সহকারী বিল্লাল হোসেন।

এদিকে, মান্নানের ভাতিজা ওয়াসিম জানান, কারাগারে খাওয়া-দাওয়া ও ঔষধ সেবনের অনিয়মের কারণে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন।

উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ ও হরতালে গাজীপুরে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কয়েকটি মামলায় তাকে হুকুমের আসামী করা হয়।

এর প্রেক্ষিতে গত ১১ ফেব্রুয়ারি গাজীপুর জেলা পুলিশ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় বারিধারা ডিওএইচএস’র বাসভবন থেকে তাকে গ্রেফতার করে। পরবর্তী সময়ে দুই দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠায় আদালত।

প্রতিক্ষণ /এডি/আদেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G