মোরগের জন্য ফ্রি বাস টিকেট!

প্রকাশঃ মে ২৬, ২০১৫ সময়ঃ ৮:০১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৫ পূর্বাহ্ণ

aberdeen_bus_stop_cockerelnocreditস্কটল্যান্ডের এবারডিনের বাস যাত্রীরা প্রতিদিন ভ্রমণের সময় তাদের মাঝে এক নতুন সহযাত্রীকে দেখতে পাবেন। কিন্তু এই সহযাত্রী তাদের স্বগোত্রীয় নন।

গত কয়েকদিন আগে এক বাস স্টপে লাল ঝুঁটি সাদা পালকের এক মোরগকে খুঁজে পাওয়ার পর সেটিকে ফ্রি বাস পাস দিয়েছেন স্থানীয় বাস কোম্পানির কর্মকর্তারা।

এবারডিনের মেরিকাটলার এলাকার বাস স্টপে মোরগটিকে প্রথম দেখতে পান এক ব্যক্তি। তিনি এটিকে নিয়ে যান পশু নির্যাতন প্রতিরোধ সংস্থার কার্যালয়ে। সেখানে মোরগটির পরিচর্যার ব্যবস্থা করা হয়। নাম দেয়া হয় ‘ডেকার’।

বাস কোম্পানি ফার্স্ট এবারডীন এটির দেখাশোনার খরচ যোগানোর দায়িত্ব নিয়েছে। সেই সঙ্গে এটিকে দেয়া হয়েছে ফ্রী বাস পাস। গলায় এই পাস ঝুলিয়ে ‘ডেকার’কে হয়তো শীঘ্রই দেখা যাবে এবারডিনের বাসে।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G