বাংলাদেশে নিরন্তর থিয়েটার চর্চায় সংযুক্ত নতুন পালকের নাম ম্যাড থেটার। ২০১৫ সালের অক্টোবর মাসে ‘নদ্দিউ নতিম’ নাটকের উদ্বোধনী প্রদর্শনীরমধ্য দিয়ে ম্যাড থেটারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠার প্রথম বছরে আগামী ৭ এপ্রিল প্রথম প্রযোজনা ‘নদ্দিউ নতিম’ নিয়ে প্রথম বারের মতো ভারত সফর করবে। আগামী ৯ এপ্রিল আসামের গৌহাটিতে(শ্রীমান্ত শংকরদেব কলাক্ষেত্র) আর ১১ এপ্রিল ত্রিপুরার আগরতলায় ( রবীন্দ্র ভবন) ‘নদ্দিউ নতিম’ নাটকের ২টি প্রদর্শনী হবে।
কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বনে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। অভিনয়ে আসাদুল ইসলাম, সোনিয়াহাসান ও আর্য মেঘদূত।
নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান, আবহসঙ্গীত আর্য মেঘদূত, আলোক নিয়ন্ত্রণে গর্গ আমিন ও আবহসঙ্গীত নিয়ন্ত্রণে রয়েছেন সোহেল খান। ৫ সদস্যের ম্যাড থেটার আগামী ১৩ এপ্রিল দেশে প্রত্যাবর্তন করবে।
প্রতিক্ষণ/এডি/রন