ম্যাড থেটারের ভারত সফর

প্রথম প্রকাশঃ এপ্রিল ৫, ২০১৭ সময়ঃ ১:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৭ অপরাহ্ণ

বাংলাদেশে নিরন্তর থিয়েটার চর্চায় সংযুক্ত নতুন পালকের নাম ম্যাড থেটার। ২০১৫ সালের অক্টোবর মাসে ‘নদ্দিউ নতিম’ নাটকের উদ্বোধনী প্রদর্শনীরমধ্য দিয়ে ম্যাড থেটারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

 প্রতিষ্ঠার প্রথম বছরে আগামী ৭ এপ্রিল প্রথম প্রযোজনা ‘নদ্দিউ নতিম’ নিয়ে প্রথম বারের মতো ভারত সফর করবে। আগামী ৯ এপ্রিল আসামের গৌহাটিতে(শ্রীমান্ত শংকরদেব কলাক্ষেত্র) আর ১১ এপ্রিল ত্রিপুরার আগরতলায় ( রবীন্দ্র ভবন) ‘নদ্দিউ নতিম’ নাটকের ২টি প্রদর্শনী হবে।

 কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বনে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। অভিনয়ে আসাদুল ইসলাম, সোনিয়াহাসান ও আর্য মেঘদূত।

 নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান, আবহসঙ্গীত আর্য মেঘদূত, আলোক নিয়ন্ত্রণে গর্গ আমিন ও আবহসঙ্গীত নিয়ন্ত্রণে রয়েছেন সোহেল খান। ৫ সদস্যের ম্যাড থেটার আগামী ১৩ এপ্রিল দেশে প্রত্যাবর্তন করবে।

প্রতিক্ষণ/এডি/রন

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G