যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমা, নারীসহ দগ্ধ ৩০

প্রকাশঃ জানুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ১১:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

bus agunরাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা ও ককটেল হামলা করেছে দুষ্কৃতিকারীরা । পেট্রলবোমার আগুনে নারীসহ ৩০ জন যাত্রী দগ্ধ হয়েছেন।

এদের মধ্যে ২৭ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ডাক্তাররা জানিয়েছেন।

হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধরা হলেন- জয়নাল আবেদিন মোল্লা (৩০), সালাহউদ্দিন পলাশ (৪০), শহিদ (৩০), তাকদির ইসলাম (২৮), সালমান (২০), নাজমুল (২৫), মোশাররফ হোসেন (৪০), সালাহউদ্দিন (৪০), সহিদা (২৬), ইয়াসির আরাফাত (২৫), রাশেদ (২২), মোমেন (২৮), খোকন (২৫), হারিস (২৫) ও নুরে আলম (৩০)।

এছাড়া দগ্ধ না হলেও আফরোজা (৩০) ও ইশতিয়াক মোহাম্মদ বাবর (৩২) নামে আহত দুজনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম জানা যায়নি।

শুক্রবার রাত পৌনে ১২ টার দিকে সংবাদ সম্মেলনে ঢামেকের বার্ন ইউনিটের প্রফেসর সাজ্জাত খন্দকার জানান, যাত্রাবাড়ীর ঘটনায় এখন পর্যন্ত ৩০ জন অগ্নিদগ্ধ হয়ে ঢামেকে চিকিৎসা নিচ্ছেন। তবে এদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শ্বাসনালী দগ্ধ হয়েছে।

এছাড়া বাকি ২১ জনের শরীরের ২০ থেকে ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। দ্রুত বাস থেকে বের হতে গিয়ে অনেকেরই হাত পা ভেঙ্গে গেছে। তাদের চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন। অনেকের অবস্থা গুরুতর। তাদের নিবীড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিতে হবে। –

আহতরা হাসপাতালে সাংবাদিকদের জানান, বাসটি ঘটনাস্থলে গেলে হঠাৎ বিকট শব্দ হয়ে তাতে আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্লোরি পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৪-৪৮৮৬) দুর্বৃত্তরা এ হামলা চালায়। বাসটি গুলিস্থান থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ যাচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

ওয়ারি বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। দগ্ধদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর।

যাত্রাবাড়ি থানার এসআই মো. শাহজাহান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে কাউকে আটক করা যায়নি।

প্রতিক্ষণ/এডি/পলাশ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G