যাত্রাবাড়ীর জোড়া খুনের রহস্য উদঘাটিত

প্রকাশঃ মার্চ ২৬, ২০১৫ সময়ঃ ১:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

jatrabariরাজধানীর উত্তর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকার ৫৬ নম্বর বাসার প্রাক্তন পুলিশ কর্মকর্তার বিধবা স্ত্রী রওশন আরাসহ জোড়া খুনের ঘটনায়  সাঈদ হাওলাদার (১৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আটক সাঈদ মাত্র ১০ হাজার টাকার জন্য পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ নিজের বোনকেও জবাই করে হত্যা কথা স্বীকার করেছে।

বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম জানান, টাকা ও স্বর্ণালঙ্কার লুট করার জন্যই রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকার নিজ বাসায় পুলিশের সাবেক কর্মকর্তার স্ত্রী রওশন আরা ও তার গৃহকর্মীর মেয়ে কল্পনা আক্তারকে হত্যা করা হয়। আর এ হত্যাকান্ডের জড়িত সন্দেহে আটক সাঈদ হাওলাদার (১৮) রওশন আরার বাসার গৃহকর্মী লাকি আক্তারের ছেলে।

তিনি জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাঈদ স্বীকার করেছে , বাসায় লুট করার জন্য গিয়ে রওশন আরাকে হত্যা করে সে এবং তার সহযোগী। কিন্তু ঘটনা দেখে চিৎকার করায় ছোট বোনকেও রেহাই দেয়নি তারা। বুধবার দিবাগত রাত পর্যন্ত সাঈদকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকান্ডের পুরো রহস্য উন্মোচনের চেষ্টা করেছে গোয়েন্দা পুলিশ। তাতে এ তথ্য উদ্ধার করতে পেরেছেন তারা।

তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে এ হত্যাকান্ডের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সাঈদের দেয়া তথ্য অনুযায়ী তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য,গত মঙ্গলবার কলাপট্টি এলাকার একটি বাসা থেকে এক পুলিশ কর্মকর্তার বিধবা স্ত্রী রওশন আরা বেগম (৬০) এবং তার গৃহকর্মী কল্পনা আক্তারের (১৪) গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি সিএনজি গ্যারেজ থেকে সাঈদ হাওয়ালাদারকে (১৮) আটক করে পুলিশ। পরে রাতেই তাকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

প্রতিক্ষণ/এডি/কাদের

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G