নৌরুটে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ

প্রকাশঃ জুলাই ১৫, ২০১৫ সময়ঃ ১২:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৭ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক

আজ বুধবার সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ট্রাক উপলক্ষে ফেরিতে যাত্রীবাহী যানবাহন পারাপার নির্বিঘ্ন ও ঘাট এলাকায় যানজট নিরসনে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কাঁচামাল, শিশুখাদ্য ও জরুরি পণ্যবাহী ট্রাক এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (এজিএম-কমার্স) জিল্লুর রহমান জানান, প্রতিবছরের মতো এবারো ঈদে এই নৌপথে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন এবং যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ব্যবস্থার মধ্যে ঈদের তিন দিন আগে ও তিন দিন পরে নৌরুটে ফেরিতে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তই আজ সকাল ৬টা থেকে কার্যকর করা হয়েছে।

জিল্লুর রহমান আরো জানান, বিশেষ ব্যবস্থার মধ্যে যানবাহনে পারাপারে এ নৌপথে ফেরির সংখ্যা বাড়িয়ে ১৮টি করার কথা বলেছিলেন নৌপরিহনমন্ত্রী শাজাহান খান। এরই মধ্যে নয়টি রো রো (বড়), পাঁচটি ইউটিলিটি (মাঝারি) ও তিনটি কে-টাইপ (ছোট) ফেরি যানবাহন পারাপারে নিয়োজিত রয়েছে। বাকি একটি ইউটিলিটি ফেরি আজ-কালের মধ্যে যাত্রী পরিবহন শুরু করবে। তিনি আরো বলেন, আগামীকাল বৃহস্পতিবার ও পরশু শুক্রবার বাড়তি যানবাহনের চাপ পড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে তা মোকাবিলায় কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে

 

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G