যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৬
প্রতিক্ষণ ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অ্যালবামা অঙ্গরাজ্যে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। রোববার অ্যালবামার তুসকালোসা বিমানবন্দরের রানওয়ের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত হওয়ার অল্প সময় আগে উড়োজাহাজটি থেকে একটি বিপদ সঙ্কেত পাঠানো হয়েছিল বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
উড়োজাহাজের এক পাইলট রোববার স্থানীয় সময় সকাল ১১টা ১০ মিনিটে উদ্বেকজনক সংকেত প্রদান করেছিল। বিমানের ইঞ্জিনের ত্রুটি দেখা দিলে এটি জরুরি অবতরণের কথা জানায়।
পরে আলাবামার তুসকালোসা বিমানবন্দরে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয় উড়োজাহাজটি।
উড়োজাহাজটি বিমানবন্দরের গাছপালার উপর পড়ে যাওয়ার তিন মিনিটের মধ্যেই উদ্ধারকারীরা ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন, কিন্তু কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।
এখনো প্রাথমিকভাবে দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানা যায়নি। দ্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড বিমান দুর্ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিক্ষণ/এডি/আরএম