যুক্তরাষ্ট্রে ঝড়ে ২২ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা ও টেক্সাসে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত ও প্রচণ্ড ঝড়ে তিন দিনে অন্তত ২২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
ঝড়ের কারনে প্রায় ৫ লাখ ৫০ হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এটি যুক্তরাষ্ট্রের শীতাক্রান্ত পূর্বাঞ্চলে ভয়াবহ শীতকালীন ঝড়ের দ্বিতীয় আঘাত।
চলতি মাসের প্রথম দিকে রাজধানী ওয়াশিংটন ডিসি, ডেট্রয়েট, বোস্টন, শিকাগো, নিউইয়র্ক ও সেন্ট লুইসে স্বাভাবিকের তুলনায় তিনগুণ তুষারপাত হয়।
তুষার ঝড়ের কবলে পড়ে ওয়াশিংটন ডিসি অঞ্চল ১৫ ইঞ্চি ও নিউইয়র্ক শহর ৮ ইঞ্চি তুষারের নিচে চাপা পড়েছে।
আবহাওয়া দপ্তর বলছে, টেক্সাসে এ রকম ভারী বৃষ্টি আরো হতে পারে। এক্ষেত্রে ৪০ ভাগ আশংকা রয়েছে বজ্রসহ বৃষ্টিপাতের। আনুমানিক দুশোর বেশি ফ্লাইট স্থগিত করা হয়েছে।