যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে নিহত ১৯
ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি। `স্নোজিলা` নামের এ তুষার ঝড়ে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের আরকানসাস, টেনেসি, কেনটাকি, নর্থ ক্যারোলাইনা, ওয়েস্ট ভার্জিনিয়া ও ভার্জিনিয়াসহ দক্ষিণাঞ্চলের ২০টির বেশি স্টেটে তুষার ঝড় শুরু হয়। সাড়ে আট কোটি মানুষ এর কবলে পড়ে। এই ঝড়ে ১১টি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
অনেক এলাকাতে এর মধ্যেই আড়াই ফুটের বেশি তুষার জমেছে। সড়ক, রেল আর বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। কয়েকটি রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলোয় দুই লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
নিউইয়র্ক সিটির গভর্নর অ্যান্ড্রিউ কিউমো জানিয়েছেন, নিউইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রায় সবগুলো ফ্লাইট বাতিল করা হয়েছে। নগরীর সব টানেল বন্ধ করে দেওয়া হয়েছে। অতি প্রয়োজন ছাড়া যারা সড়কে গাড়ি চালাচ্ছে, তাদের গ্রেফতার করা হচ্ছে। ভূগর্ভস্থ ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রতিক্ষণ/এডি/এফটি