যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের মিশিগানের কালামাজু কাউন্টিতে দুর্বৃত্তের গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
শনিবার স্থানীয় সময় রাত ৭টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। রবিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
কালামাজু জেলার শেরিফ পল মাতিয়াস বলেন, শনিবার রাতে কালামাজুতে বেশ কয়েকটি বন্দুক হামলার ঘটনা ঘটে। এসব ঘটনা পরস্পর সম্পর্কযুক্ত বলে মনে হচ্ছে। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কালামাজু জেলার একটি অ্যাপার্টমেন্ট ভবনে এক নারী গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পায় পুলিশ। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এর তিন ঘণ্টা পর গাড়ি বিক্রয়কেন্দ্র সিলেই ফোর্ড থেকে পুলিশ একটি ফোন পায়। সেখানে দুজন নিহত এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, বিক্রয়কেন্দ্রটি থেকে দুই মাইল দূরে ক্র্যাকার ব্যারেল রেস্টুরেন্টের গাড়ি পার্কিংয়ে এক বন্দুকধারী ব্যক্তি চারজনকে গুলি করে হত্যা করে। পরে সেখান থেকে গুরুতর অবস্থায় আরো একজনকে উদ্ধার করা হয়। বন্দুকধারী লোকটি বিভিন্ন স্থানে গাড়ি নিয়ে ঘুরছে এবং লোকদের খুঁজে খুঁজে গুলি করে হত্যা করছে। সন্দেহভাজন ঐ ব্যক্তি শ্বেতাঙ্গ এবং তার বয়স প্রায় ৫০।
প্রতিক্ষণ/এডি/এফটি