যুক্তরাষ্ট্রের ফার্গুসনে জরুরী অবস্থার ঘোষণা

প্রকাশঃ আগস্ট ১১, ২০১৫ সময়ঃ ১০:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

fargusonযুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের ফার্গুসনে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। পুলিশের বর্ণবাদী আচরণের বিপক্ষে এক বিক্ষোভ সমাবেশে পুলিশের ছোড়া গুলিতে আঠারো বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ তরুণ টাইরন হ্যারিস আহত হবার পর সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরে পুলিশের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউন নিহত হবার বছর পূর্তিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসেছিল তারই বন্ধু টাইরন হ্যারিস। বর্তমানে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় থাকা টাইরন হ্যারিসের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ এনেছেন সরকারী কৌসুলিরা।

পুলিশ বলছে, ঐ সমাবেশ থেকে প্রথম পুলিশের দিকে গুলি ছুড়েছিল এমন ছয় ব্যক্তির একজন হ্যারিস। এই কথা অস্বীকার করে হ্যারিসের বাবা জানিয়েছেন তার ছেলে নিরস্ত্র ছিল এবং পুলিশ যখন হামলা চালায়, সে ঘটনাস্থল থেকে দৌড়ে পালাচ্ছিল।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল লোরেটা লিঞ্চ ঐ সহিংস ঘটনার নিন্দা জানিয়েছেন। অ্যাটর্নি জেনারেল বলেছেন, ‘আমরা সাম্প্রতিক মাস এবং বছরগুলোতে দেখছি, এধরণের সংঘাত যেকোনো শান্তিপূর্ণ বিক্ষোভের বার্তাকে পুরোপুরি আড়াল করে দিচ্ছে’।

রোববারের ঐ সহিংস ঘটনার পর পুলিশ অন্তত পঞ্চাশ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে রয়েছেন নাগরিক অধিকার আন্দোলনকর্মী কর্নেল ওয়েষ্ট।

বিক্ষোভকারীরা সরকারের কাছে ফার্গুসনের পুলিশ বাহিনীকে বিলুপ্ত করে দেবার আহ্বান জানিয়েছে বলে জানাচ্ছে সেখানকার গণমাধ্যম।

 

প্রতিক্ষন/এডি/ইম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G